সিলেটের চাকরির খবর ডেস্ক
জমজম বাংলাদেশ কর্তৃক পরিচালিত “নন-ফরমাল এডুকেশন উইথ হেলথ এন্ড হাইজিন সাপাের্ট ফর স্লাম চিলড্রেন” প্রজেক্টের মেয়াদকালীন সময়ের জন্য নির্ধারিত বেতন অনুযায়ী “হেলথ ভিজিটর” পদে নিয়ােগের নিমিত্তে শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। শিক্ষাগত যােগ্যতা : এইচ.এস.সি।
আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, দুই কপি পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও জীবন বৃত্তান্ত সহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ১৫-১০-২০২০ ইং অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর উপরােক্ত ঠিকানায় জমাদানের আহবান করা যাচ্ছে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়ােগ পরীক্ষার জন্য ডাকা হবে এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: সিলেটের ডাক ০৯-১০-২০২০ইং
তানজিনা বেগম
সতর্কীকরণ নােটিশ
সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগকরুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক