তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’উপরপাড়া ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৪ এর সৌজন্যে-স্বজন সমাজ কল্যাণ সংস্থা, উপরপাড়া মাঠে গত ২৫ ডিসেম্বর রাতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধানা অতিথির বক্তব্য উপরুক্ত কথাগুলো বলেন তিনি। এলকার বিশিষ্ট মুরব্বি মো: কালা মিয়ার সভাপতিত্বে ও স্বজন সমাজ কল্যাণ সংস্থা উপদেষ্টা সৈয়দ রামীম আহমেদ জামিল পরিচালনায়,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো:কালা মিয়া, লাহিন মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়া, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার মিয়া, সোহেল আহমদ রনি, শুকুর মিয়া, মানিক মিয়া, সিরাজ মিয়া, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ , ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য তৈমুর গাজী শেফালী, উপদেষ্টা সুজন সমাজ কল্যাণ সংস্থা এম এ জব্বার মো সমীর আহমদ, মোং নুরুল ইসলাম নুরুল ,আব্দুস সাত্তার, স্বজন সমাজ কল্যাণ সংস্থা সভাপতি হাফিজুর রহমান হাফিজ হাফিজ , সাধারণ সম্পাদক সোহেল আমাদের সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। ফাইনাল খেলা শেষে বিজয়দের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দরা।