চাকরি দিচ্ছে প্রমি এগ্রো ফুডস্ লিঃ
দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন, বিপণন ও জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক অর্জনকারী প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুডস্ লিঃ এর পণ্য সামগ্রী দ্রুত
বাজারজাত ও সরবরাহ করার লক্ষ্যে সমগ্র সিলেট বিভাগের জন্য সেলস্ এন্ড মার্কেটিং এ জরুরী ভিত্তিতে নিম্নে উল্লেখিত পদসমূহে লোকবল নিয়োগের কার্যক্রম চলছে।
অভিজ্ঞতা
খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে এরিয়া সেলস্ ম্যানেজার হিসাবে ২ বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ২৮-৩৫ বছর (অধিক
অভিজ্ঞ সম্পন্নদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য।
পদবী
সেলস্ অফিসার (এস.ও)
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক
অভিজ্ঞতা
খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের সমমানের পদে অভিজ্ঞ ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে ও নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স: ১৮-৩০ বছর
কাজের ধরন
▶ বিক্রয় পরিকল্পনা এবং কৌশল প্রনয়ণের মাধ্যমে নিজএলাকার লক্ষ্যমাত্রা অর্জন করা।
▶ নির্ধারিত এলাকায় বিক্রয় কার্যক্রমের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করা।
▶ বাজারে চাহিদা এবং প্রতিযোগিতার ভিত্তিতে বিক্রয় কৌশল উন্নত করা।
▶ বিক্রয় প্রতিনিধিদের সাথে সরাসরি বিক্রয় কাজে অংশগ্রহণ করা।
▶ বিক্রয় দলের নেতৃত্ব প্রদান এবং পাশাপাশি প্রশিক্ষণ, তদারকি ও প্রেরণা প্রদান।
▶ দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট প্রস্তুত এবং শীর্ষ ব্যবস্থাপনায় জমা দেওয়া।
• দলের সাথে নিয়মিত সভা করে লক্ষ্য এবং অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা।
▶ নতুন ব্যবসায়িক সুযোগ খুঁজে বের করা এবং পরিবেশক নেটওয়ার্ক বৃদ্ধি করা।
• প্রধান গ্রাহকদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করা।
▶ নিজ এলাকায় বিক্রয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা।
• নতুন নতুন গ্রাহক খুঁজে বের করা এবং পণ্য বিক্রি নিশ্চিত করা।
▶ পণ্য বা সেবা গ্রাহকদের কাছে উপস্থাপন করা এবং বিক্রয় অর্ডার সম্পন্ন
করা। ▶ প্রতিদিনের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া পর্যন্ত বাজারে থেকে কাজ করা।
▶ প্রতিদিন বিক্রয় কার্যক্রমের রিপোর্ট প্রস্তুত করে সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবহিত করতে হবে।
▶ বিক্রয় উন্নয়নের জন্য পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করা।
▶ অর্ডারকৃত পণ্যর সঠিক সরবরাহ নিশ্চিত করতে পরিবেশকের সাথে সমন্বয় করে কাজ করতে হবে এবং বাজারে ১০০% পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৭/০১/২০২৫ইং এবং ১৮/০১/২০২৫ইং, রোজ: শুক্রবার ও শনিবার তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০
ঘটিকার মধ্যে পূর্ণ জীবনবৃত্তান্ত, ছবি, সকল পরীক্ষা পাশের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে।
ঠিকানা: মেসার্স কে.ডব্লিউ.এ ট্রোডিং, সাউথ সুরমা, (সি.এন.জি পাম্পের সামনে) সিলেট। বিঃ দ্রঃ আকর্ষণীয় বেতন ভাতা সহ উৎসব ভাতা ও প্রভিডেন্ড ফান্ড প্রদান করা হবে।
মোবাইলঃ ০১৭৬২৬৮২৯০৮, ০১৭১৩২৪৭০০৭, ০১৭৬২৬৮৩১৯২
* জীবন বৃত্তান্ত ই-মেইলে পাঠাতে E-mail: [email protected]
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিতে চোখ রাখুন
সি/ চা/ খ/ নিজ