শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

গোলাপগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১৫২ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
গোলাপগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

গোলাপগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ২ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ থানার আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে সিলেট জেলার জালালাবাদ থানার পার্কভিউ আ/এ ১৪০ নং বাসার বাসিন্দা আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনা জেলার কলমাকান্দা রানিগাঁ গ্রামের মজনু মিয়ার ছেলে সিলেট জালালাবাদ থানার আখালিয়া এলাকার বাসিন্দা মো. ফয়সাল হাসান (২০)।

গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি মো. ফয়সাল হাসান এর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


এই বিভাগের আরো খবর