সারাদিনই তাপদাহে অস্বস্তি ছিল সিলেটে। এক পশলা বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে আছে খরতাপে থাকা মানুষ। এরই মধ্যে ইফতারের পরপরই স্বস্তির বৃষ্টি নামলো সিলেট শহরে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় আধাঘন্টা। বৃষ্টির সাথে স্বস্তি নেমেছে সিলেটে। কমে এসেছে গরমের রেশ।
সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার আবহাওয়াই জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার। আর কাঙ্খিত বৃষ্টির দেখা মিলে সন্ধ্যায়।
এর আগে সিলেট বিভাগের দু’এক জায়গায় টানা দুইদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।