বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালেন নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট / ১৪০ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। এক বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, ‌‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’ আর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন নাহিদ ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাহিদ ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা সরকারপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন মন্তব্য করতে পারেন না। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই।

এ সময় এনসিপির আহ্বায়ক দাবি জানান, আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং আইন করে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দলটির পক্ষ থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।


এই বিভাগের আরো খবর