মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটিতে,সিলেটে

ডেস্ক রিপোর্ট / ১৯৬৩৫০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
রেডক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

সিলেটের চাকরির খবর ডেস্ক

ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটিতে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটির ২০২১ সনের জন্য নিম্নলিখিত কার্যালয় সমূহে Physical Inventory সহ হিসাব অডিটের জন্য আগ্রহী চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস ফার্ম থেকে আগামী ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে অফিস চলা কালীন সময়ে সােসাইটির মহাসচিব দপ্তরে সীলগালাসহ আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে ।

ক) ১) জাতীয় সদর দপ্তর।

২) চট্রগ্রাম বেসডিপাে অফিস।

৩) দেশের বিভিন্ন স্থানে মাতৃসদন হাসপাতাল ও চট্রগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, নেত্রকোনা (তেলিগাতী), চাঁদপুর, গাজীপুর (কালিগঞ্জ), ঝালকাঠি ও ঢাকা (বাংলা বাজার) ।

৪) সােসাইটির ৬৮টি জেলা সিটি ইউনিট।

৫) রেড ক্রিসেন্ট চক্ষু ক্লিনিক ও চুয়াডাঙ্গা ও জয়পুরহাট।

৬) সােসাইটির প্রকল্প সমূহঃ (জাতীয় সদর দপ্তর ও ঢাকার বাহিরে)।

৭) রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র ঃ চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, মাগুরা, যশাের, দিনাজপুর, নাটোর ও ঢাকা।
৮) সােসাইটির ষ্টাফ প্রভিডেন্ট ফান্ড। খ) ১) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ১নং ইস্কাটন গার্ডেন রােড, (ঔষধ গুদাম, সাধারণ গুদাম, লন্ড্রি ও লিলেন, খাদ্য ও অন্যান্য) ঢাকা।

গ) ১) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ১নং ইস্কাটন গার্ডেন রােড (সাধারণ গুদাম ও অন্যান্য) ঢাকা।
২) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এর ষ্টাফ প্রভিডেন্ট ফান্ড ।

ঘ) ১) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ, ১নং ইস্কাটন গার্ডেন রােড, ঢাকা। বর্ণিত অডিটের জন্য অডিট ফার্মের বিস্তারিত তথ্য ও অডিট ফি ক্রমিক নং ক,খ,গ ও ঘ পৃথক ভাবে অর্থের পরিমান (ভ্যাট ও ট্যাক্স সহ) উল্লেখপূর্বক দাখিল করতে হবে।

অসম্পূর্ন প্রস্তাব গ্রহন যােগ্য নহে এবং কর্তৃপক্ষ যে কোন কারন দর্শানাে ব্যতিরেকে দরপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৮ নভেম্বর ২০২১ইং

ক্যারিয়ার গড়ুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সােসাইটিতে


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।