সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩
রাজশাহী সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

 ক। (১) প্রার্থীর নাম (পরিষ্কার বড় অক্ষরে) (২) পিতার নাম (৩) মাতার নাম (৪) জন্ম তারিখ (৫) বর্তমান ও স্থায়ী ঠিকানা (৬) শিক্ষাগত

যোগ্যতা (৭) জাতীয়তা (৮) ধর্ম (৯) অভিজ্ঞতা (১০) ২৫.০৩.২০২০খ্রি. তারিখে বয়স ইত্যাদি উল্লেখসহ সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদন

মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন বরাবর প্রেরণ করতে হবে। (খ) দরখাস্তের সাথে অবশ্যই (১) শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতার মূল

সার্টিফিকেটের সত্যায়িত (২) জাতীয়তা সার্টিফিকেট (৩) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের নিকট হতে চরিত্রগত সার্টিফিকেট (৪)

অভিজ্ঞতার সার্টিফিকেট (৫) সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি (৬) জাতীয় পরিচয়পত্রে (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত ফটোকপি (৭)

মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন এর অনুকূলে ক্রমিক নং ১ হতে ৮নং পদের জন্য ৬০০/- টাকা, ৯ হতে ১১ পর্যন্ত পদের জন্য ৫০০/- টাকা,

১২ ও ১৩ পদের জন্য ৩০০/- টাকা, ১৪ হতে ১৮ পদের জন্য ২০০/- টাকা এবং ১৯ হতে ২২ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা মূল্যের ব্যাংক

ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) থাকতে হবে। (ব্যাংক ড্রাফট/পে- অর্ডারবিহীন আবেদন এবং পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)। (গ) আগামী

০৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে দরখাস্ত সরাসরি/ডাকযোগে রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়ে পৌছাতে হবে। সচিব এর দপ্তরে রক্ষিত

বাক্সে আবেদন জমা দিতে হবে। (ঘ) গত ২২.০৮.২০১৯ খ্রি. তারিখের ৪6.12.0000. ০০৩, ১১.২২৮.১৯.১৬২৩ (৬০) নং স্মারকে ৪২

ক্যাটাগরির ১৭৯টি শূন্যপদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয়েছিল, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং ১ স্বাস্থ্য কর্মকর্তা পদে

পর্যাপ্ত বৈধ আবেদন পাওয়া যায়নি। তাছাড়া গত ১৯.১২.২০২১খ্রি. তারিখের ৪৬.১২.0000.003.03.3381.20.1650 (১৫) নং স্মারকে

৪৮ ক্যাটাগরির ৮৮টি শূন্যপদ পূরণে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারী করা হয় কিন্তু উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ক্রমিক নং-২, ৩, ৪, ৫, ৬,

১৮ ও ১৯ পদে যথাক্রমে কনসালটেন্ট (গাইনী), কনসালটেন্ট (শিশু), মেডিক্যাল অফিসার (চক্ষু রোগ), মেডিক্যাল অফিসার (প্যাথলজি ও

ব্লাড ব্যাংক), মেডিক্যাল অফিসার (রেডিওলজি ও ইমারজেন্সি), মেশিন অপারেটর (লেদ ওয়েল্ডিং) এবং অটোক্লেভ অপারেটর (সিটি

হাসপাতাল) পর্যাপ্ত বৈধ আবেদন না পাওয়ায় পুনরায় আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। (ঙ) আবেদনপত্রের খামের উপর স্পষ্ট করে

পদের নাম লিখতে হবে। সচিব, রাজশাহী সিটি কর্পোরেশন। erajshahi.Portal.gov.bd

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন

সিটি কর্পোরেশনে চাকরির সুযোগ

সূত্রঃ সমকাল ১৯/০১/২০২৩ইং (পৃঃ৩)