রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের

ডেস্ক রিপোর্ট / ৬৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের

ঘরে-বাইরে অসহ্য গরম, বাতাসে যেন আগুনের হলকা। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও তিনদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বৈশাখের শুরুর থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখছে রাজধানীসহ সারা দেশ। অতি প্রয়োজনে যারা সড়কে নামছেন তাদের ভোগান্তিও অন্তহীন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এপ্রিল জুড়েই তাপমাত্রা ওঠা-নামা করবে ৩৬ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে এর চেয়েও বেশি। এসময় কোথাও কোথাও বৃষ্টি হলে মিলবে সাময়িক স্বস্তি। তবে দাবদাহ থেকে যাবে মে মাস পর্যন্ত।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, হিট অ্যালার্ট তিনদিনের জন্য জারি করা হয়েছে। এই সময় সবাইকে গরম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। তবে সারা দেশে হিট অ্যালার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।