সোমবার, ২০ মে ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

শিক্ষকদের জন্য সুখবর মাদরাসা

ডেস্ক রিপোর্ট / ২৪৯ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
মাদরাসা শিক্ষা অধিদফতারাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার (৬ মে) মাদ্রাাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাশারের সই কারা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষকদের জন্য সুখবর মাদরাসা

মাদরাসা শিক্ষা অধিদফতারাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার (৬ মে) মাদ্রাাসা শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (অর্থ) মো. আবুল বাশারের সই কারা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদফতারাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ৬ মে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা বুধবারের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর

আপনার ওয়েবসাইটের ভিজিটর মনিটরিং করার জন্য এটা ব্যবহার করতে পারেন, এটি গুগল এনালাইটিক এর মত কাজ করে।