নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বিগত দিনের সকল নিয়োগ বাতিল করে দৈনিক সিলেটের সময় (অনলাইন, প্রিন্ট, ফেইসবুক লাইভ ও ইউটিউব)’র জন্য নতুন করে কিছু সংখ্যক স্টাফ, বিশেষ প্রতিনিধি, জেলা-উপজেলা প্রতিনিধি, আপলোডার ও উপস্থাপক নিয়োগ করা হবে।
সিলেট জেলার সকল উপজেলায়, সুনামগঞ্জ জেলা ও সকল উপজেলা, মৌলভীবাজার জেলা ও সকল উপজেলা এবং হবিগঞ্জ জেলা ও সকল উপজেলায় এবং সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জ ও মৌলভীবাজারের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীগণ নিম্ন ই-মেইলে তাদের জীবন বৃত্তান্তরসহ আবেদন প্রেরণ করতে পারবেন।
আবেদন সম্পাদক ও প্রকাশক বরাবর করতে হবে।
আবেদন প্রদান করে নিম্ন নাম্বারের ফোন অথবা ওয়াটসআপে যোগাযোগ করে নিশ্চিত করতে হবে।
বিস্তারিত আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞ প্রার্থী ও বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।
যোগাযোগ :
ই-মেইল: [email protected] /[email protected]/ ‡gvevBj bs-01718538045
আমাদের লিংক :
Fb: https://www.facebook.com/somoymediasylhet
Bangle: https://dailysylhetersomoy.com/m-497/
English: https://dailysylhetersomoy.com/english/v/
Twitter: https://twitter.com/SomoyDaily?s=08
E-paper: https://www.epaper.dailysylhetersomoy.com/home/index/2021-06-10
Instagram : sylhetersomoy
কার্যালয় : নেহার মার্কেট (৩য় তলা), জিন্দাবাজার, সিলেট।
বিশেষ আয়োজন:
দৈনিক সিলেটের সময় (অনলাইন, প্রিন্ট, ফেইসবুক লাইভ ও ইউটিউব)’র পাশাপাশি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার বিশেষ আয়োজন রয়েছে।
কর্মসংস্থান ও বেকারত্ব দূর করণে প্রত্যেক সপ্তারের বৃহস্পতিবার বের হবে সিলেটের চাকরির খবর দিয়ে বিশেষ সংখ্যা।
সিলেটের সকল প্রকার চাকরির খবর জানতে বৃহস্পতিবারের সংখ্যাটি ক্রয় করতে ভুলবেন না।
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ