শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

পাকিস্তানের কামব্যাক নাকি ভারতের প্রতিশোধ

ডেস্ক রিপোর্ট / ৬৬ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে তারা মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠতে ভারতকে হারাতেই হবে বাবর-রিজওয়ানদের।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই একপ্রকার বাধ্য হয়েই ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করতে হয়েছে পাকিস্তান। তাই এই ম্যাচে ভারতকে হারিয়ে তাদের একগুঁয়েমির জবাব দিতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

সেই সঙ্গে রয়েছে সেমিফাইনালের সমীকরণ। সব মিলিয়ে ভারত ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের কাছে। তবে ভারতের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের প্রতিটিতেই হারতে হয়েছে বাবর-রিজওয়ানদের। তাই কিছুটা চাপেই রয়েছে পাকিস্তান দল।

ওয়ানডেতে ২০২৩ সালের এশিয়াকে পাকিস্তানকে ২২৮ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত। এরপর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে বাবর আজমদের ৭ উইকেটে পরাস্থ করেছিলেন রোহিত-কোহলিরা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ে খুব কাছে থেকে ফিরতে হয়েছে পাকিস্তান।

এক দিনের ম্যাচ হওয়ায় পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান। এখন পর্যন্ত ১৩৫টি ওয়ানডে ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে ৫৭টি হারের বিপরীতে ৭৩টি জয় পেয়েছে ম্যান ইন গ্রিনরা। বাকি ৫টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলে ছিল পাকিস্তান। সেবার গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৩৪ রানে হারালেও ফাইনালে ১৮০ রানে হেরেছিল ভারত। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।

কারণ, এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেও তাদের বিদায় এক প্রকার নিশ্চিত। এর থেকে বড় প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়তো ভারত পাবে না। এখন দেখার বিষয় হচ্ছে ভারত প্রতিশোধ নিতে পারে কিনা। নাকি ভারতকে হারিয়ে টুর্নামেন্টে কাম ব্যাক করে পাকিস্তান।

এদিকে টুর্নামেন্ট শুরু দুই সপ্তাহ আগে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট ছেড়েছিল আইসিসি। এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

 


এই বিভাগের আরো খবর