সিলেটের চাকরির খবর
প্রাচীন-আধুনিক কাল, বিকৃত প্রতিদিন ভাষার হাল
বাংলা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা। বাংলাদেশ নামকরণের পূর্ব থেকেই তথা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম পুর্ববর্তী হতেই এ ভাষায় কথা বলে অগণিত বাঙালী। শুধু বাংলা কিংবা ভারত বর্ষেই নয় এ ভাষার ব্যবহার বিশে^র অনেক দেশেই আজো পরিলক্ষিত। এর রয়েছে নিজস্ব সুগঠিত বর্ণমালা যার আজকের রূপ আর প্রাচীন রূপ এক নয়। আশংকা করা হচ্ছে অদূর ভবিষ্যতে এ সকল বর্ণমালার গঠন প্রণালী হয়তোবা বিবর্তনের ধারাবাহিকতা বজায় রেখে আরো পরিবর্তিত রূপ ধারণ করতে পারে। বর্ণের গঠন ভিন্ন আকৃতির ধারণ করতে পারে। শতাব্দী থেকে যুগ-বছর-মাস দিন দিন প্রতিদিন যুক্তবর্ণের গঠন, ভাঙ্গন, উচ্চারণ, ব্যবহারকালীন অঙ্গভঙ্গী, ভাষারীতির মিশ্রণ-দূষণ, আঞ্চলিক ও শুদ্ধরূপে বিকৃতি নানান দেশের ভাষার সংমিশ্রণের প্রতিফলন ও নতুন মিশ্রিত ভাষার ফলে তৈরী নব্যশব্দ বা উচ্চারণ, বিকৃতকরণ, ব্যবহার ও উচ্চারণগত প্রকৃয়ায় বিবর্তন, যুক্তবর্ণের ভাঙ্গনের ফলে লেখ্য রূপের ব্যঙ্গাত্বক পরিণতি আজ প্রচলিত ধারাবাহিক। উদ্ভিদ-প্রাণী-ব্যাক্তির অসুস্থতায় চিকিৎসা অহরহ অথচ বাংলা ভাষা আজ এত মাত্রায় পীড়িত যে এর বেলায় নেই কোন বৈদ্য-পথ্য-চিকিৎসক-হাকিম-কবিরাজ, নেই হাসপাতাল-ক্লিনিক-চিকিৎসালয়। বাংলা ভাষাবাসী অঞ্চলে ‘বাংলা একাডেমী’ থাকলেও ভাষা বিবর্তনের বিষয়টি যেন তাদের নিকট একবারেই নগণ্য। ভাষার বিবর্তন-পরিবর্তন রোধে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। স্ব স্ব আঞ্চলিক ভাষার প্রতি স্ব স্ব জাতী-গোষ্ঠী থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্তও কারো কোন সংরক্ষণের দ্বায়ীত্ব ও এর ঐতিহ্য ধরে রাখার ভূমিকা কেউই প্রয়োজন মনে করছে না। বাংলার শুদ্ধরূপ, স্থানীয় পর্যায়ের আঞ্চলিক রূপ, কথ্য-লেখ্য সবই পাল্টাচ্ছে শতাব্দী থেকে প্রতিদিন। বিকৃত হচ্ছে অশিক্ষিত-স্বল্পশিক্ষিত-উচ্চশিক্ষিত প্রত্যকের মাধ্যমে যার অযুহাত হয়ে উঠেছে আধুনিক জীবনধারা। পার্শবর্তী দেশ ভারতের বাংলা ভাষা আর বাংলাদেশের বাংলা ভাষার উচ্চারণ ও উচ্চারণ ভঙ্গীতে ভিন্নতা পরিলক্ষীত। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া ও সিলেট প্রভৃতি অঞ্চলের আঞ্চলিক ভাষাতেও আদি কালের আঞ্চলিক উচ্চারণ আর সাম্প্রতিক সময়ের উচ্চারণে বদলের ব্যপকতা দারুণভাবে লক্ষণীয়। সব মিলিয়ে যেন প্রতিক্ষণ নব্যভাষার ভুমিষ্ঠতা।
লেখক, সাংবাদিক ও কলামিষ্ট
স্বপ্নীল-১৫/২ (২য় তলা), মির্জাজাঙ্গাল, সিলেট। ফোন: ০৮২১-৭২৭৮৩৩, ০১৭৪০-৩০৮৮২২