রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

চাকরি দেবে হযরত গােলাব শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা

ডেস্ক রিপোর্ট / ২১৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
শিক্ষক পদে চাকরির সুযোগ

সিলেটের চাকরির খবর ডেস্ক
হযরত গােলাব শাহ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ইমামবাড়ী, বিয়ানীবাজার সিলেট এর জন্য ০১ জন মুহতামীম, ০২ জন সহকারী শিক্ষক আবশ্যক।

মুহতামীমের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা হিফজসহ কামিল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ, কোন স্বীকৃত মাদ্রাসায় ৫ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা এবং
সহকারী শিক্ষকের ক্ষেত্রে হিফজসহ ফাজিল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ এবং হুফফাজ সনদধারী হতে হবে।

উভয় পদের জন্য আকর্ষণীয় বেতন, বােনাস ও প্রভিডেন্ট ফান্ড, মুহতামীমের জন্য ফ্রি বাসস্থান এর ব্যবস্থা রয়েছে।

আগ্রহী প্রার্থীদেরকে প্রয়ােজনীয় কাগজপত্র সহ আগামী ৩১ অক্টোবর ২০২০ খ্রিঃ মধ্যে সাইফুল ইসলাম নিপু, সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ, হযরত

গােলাব শাহ প্রকল্প ওয়াক্ফ এস্টেট, কসবা ইমামবাড়ী, ডাক-শ্রীধরা, বিয়ানীবাজার, সিলেট এই ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে।

 সূত্র:-সিলেটের ডাক ১০-১০-২০

তানজিনা বেগম

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগকরুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।
সম্পাদক


এই বিভাগের আরো খবর