সিলেটের চাকরির খবর
কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ
কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান যা পােল্টি, হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের জন্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
বেতন: আলােচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নিয়ম মােতাবেক প্রদান করা হবে। বয়স: ১৮-৩৫ বছর (১, ৫, ৬, ৭, ৯, ১১, ১২, ১৩ এবং ১৪নং পদের জন্য বয়স শিথিলযােগ্য)। ২, ৩, ৪ এবং ৫নং পদের জন্য মহিলাদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা (শুধুমাত্র নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে) : ৫-৬” পুরুষ, ৫মহিলা।
আগ্রহী প্রার্থীগণকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি সহ আগামী ১৮/০৩/২০২২ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।
রংপুর আঞ্চলিক কার্যালয়
কাজী ফার্মস, বাড়ি নং-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।
দিনাজপুর সিবিএফ ব্রাঞ্চ
কাজী ফার্মস, পুর্ব সাদিপুর(পদক্ষেপ অফিসের পাশে), দশমাইল, ৫নং সুন্দরপুর, কাহারােল, দিনাজপুর।
বগুড়া সেলস অফিস
কাজী ফার্মস, আজিজ প্যালেস-২(২য় তলা), প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া।
কুড়িগ্রাম সিবিএফ ব্রাঞ্চ:
কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং, পলাশবাড়ী উপজেলা চত্বরের পেছনে, খলিলগঞ্জ, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম।
নাটোর সিবিএফ ব্রাঞ্চ কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং
মদিনা পেট্রোল পাম্পের উত্তর পাশে, বনপাড়া, বড়াইপাড়া, নাটোর।
সিলেট আঞ্চলিক কার্যালয়:
কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রােড, জগন্নাথপুর, সদর, মৌলভীবাজার। * শ্রীমঙ্গল হ্যাচারী: কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৫৫), ভূনবীর, থানা : শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
গাজীপুর আঞ্চলিক কার্যালয়
কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, ফরিদপুর(নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।
ময়মনসিংহ সেলস অফিস:
কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার, ৪০, আমিরাবাদ আবাসিক এলাকা, মাসকান্দা, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
নালিতাবাড়ি সেলস অফিস:
গ্রাম: দক্ষিণ রাণীগাঁও, ডাকঘর+থানা: নালিতাবাড়ি, জেলা: শেরপুর। * জামালপুর সেলস অফিস: কাজী ফার্মস চিকস এন্ড ফিড সেলস সেন্টার,(ডিম হাউজ) পূর্ব ফুলবাড়িয়া, শাহাপুর,
জামালপুর সদর, জামালপুর।
ফরিদপুর চিকস এন্ড ফিড সেলস সেন্টার,
খন্দকার মঞ্জিল, বাড়ি নং – ৯/ক, পশ্চিম খাবাসপুর, বরিশাল রােড,
ফরিদপুর সদর, ফরিদপুর-৭৮০০। ১ বাটিকামারী হ্যাচারী, কাজী ফার্মস, বাটিকামারী, নারায়ণপুর, চৌগাছা, যশাের।
বরিশাল হ্যাচারী:
কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-২০), পশ্চিম নারায়নপুর, ভারুকাঠী, উজিরপুর, বরিশাল।
শিবপুর হ্যাচারী:
কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-১৫). শ্রীফুলিয়া, নৌকাঘাটা, শিবপুর, নরশিংদী। * গজারিয়া ফিড মিল: কাজী গ্র্যান্ড প্যারেন্টস লিমিটেড, (গজারিয়া ফিড মিল), চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।
কাজী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ফ্যাক্টরী, আশুলিয়া, সরকার মার্কেট (নারী ও শিশু হাসপাতালের পাশে) বেরন, সাভার, ঢাকা
চট্টগ্রাম হ্যাচারী:
কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-০৪), আলী চৌধুরী পাড়া, বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।
কুমিলা হ্যাচারী:
কাজী ফার্মস লিমিটেড (ইউনিট-৩৬), বড় ধর্মপুর, লালমাই, সদর দক্ষিণ, কুমিলা।
খুলনা সেল্স অফিস
ঠিকরাবাদ (পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীতে), খুলনা-সাতক্ষীরা হাইওয়ে, লবণচড়া, খুলনা। ** ই-মেইল: [email protected] বি: দ্র: : * লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
* স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়ােজন নেই। * প্রার্থীদের নিজ জেলার নিকটবর্তী কার্যালয়ে আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে। * ডাকযােগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইল এ আবেদনের।
ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৭ মার্চ ২০২২ইং