শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট / ৪৫৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগতরাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোওয়ান আহমদ (২৬), বারঠাকুরী গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মঞ্জুর আহমদ, সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা মঞ্জুর আহমদ (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন ওই তিনজন। পথে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে মাটি বহনে ব্যবহৃত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ। আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত হতে পারেননি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর