বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট / ১৫৩ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

 

ডেস্ক :-জলাশয় রক্ষায় কিছু দূর পরপর কালভার্ট তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেখানে অনেক বেশি কালভার্ট রাখতে হবে।

প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খালতো রাখবোই, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আরো বাড়তি বা কিছু দূর পরপর একটা করে কালভার্ট করবেন। যাতে পানি ও মাছ অবাদে চলতে পারে।এম এ মান্নান আরো বলেন, ওই এলাকায় (হাওর অঞ্চলের) যেসব আদিম গাছগাছালি আছে সেগুলো রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র যা আছে, প্রাণিজ জলজ বৃক্ষ রক্ষা করতে হবে। জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে বলেও জানান তিনি।

সিলেটের চাকরির খবর / সৈয়দা তানিশা

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের

জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

 

চাকরি দেবে একতা উচ্চ বিদ্যালয়

সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে চাকরির সুযোগ


এই বিভাগের আরো খবর