বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

সিলেটে চাকরি সুযোগ দেবে আকিজ বেকার্স লিমিটেডে

ডেস্ক রিপোর্ট / ৪১৮ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
আকিজ বেকার্স লিমিটেডে

সিলেটের চাকরির খবর ডেস্ক

একটি অঙ্গ প্রতিষ্ঠান।

এটি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ এবং সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত FMCG কোম্পানী যা দেশের অটোমেটিক বেকারি ইন্ডাস্ট্রিতে 3 সুদৃঢ়

প্রত্যয় নিয়ে প্যাকেটজাত বিস্কুট ও কুকিজ,

ওয়েফার, কেক, ব্রেড ও বান সহ আরাে বিভিন্ন বেকারি খাদ্যসামগ্রী নিয়ে অতি শীঘ্রই দেশীয় বাজারে

কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

আকিজ বেকার্স লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস্ অফিসার (এসও) নিয়ােগ করা হবে।

সেলস্ অফিসার (এসও)) যােগ্যতাঃ ন্যূনতম এইচএসসি (কর্মক্ষেত্র বিশেষে প্রত্যন্ত অঞ্চলের জন্য শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম এসএস সি বিবেচ্য)।

অভিজ্ঞতাঃ সেলস্-এ ০-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা বয়সঃ সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন এলাকা। (মূল কাজ: • রুট প্ল্যান

অনুযায়ী কাজ করা * দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস্ লক্ষ্যমাত্রা অর্জন করা

অভিজ্ঞতা: ভােগ্যপণ্য – বিস্কুট, কেক, ওয়েফার, ব্রেড, জুস, কোমল পানীয়, দুগ্ধজাত পণ্য, চিপস্, ঐ টয়লেট্রিজ ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের
অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বায়ােডাটাসহ পাসপাের্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্রসহ ফটোকপি, অভিজ্ঞতার প্রমানপত্র, ভােটার আইডি কার্ড এর ফটোকপিসহ ইন্টারভিউ-এর জন্য ডানে উল্লিখিত তারিখে ও নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।

 সূত্র: বাংলাদেশ প্রতিদিন ০৫-১০-২০ইং

 

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন

 

আকিজ বেকার্স লিমিটেডে চাকরির সুযোগ

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর

 

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।

সম্পাদক


এই বিভাগের আরো খবর