সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জে যৌথ অভিযানে ১৩ লাখ টাকার জিরাসহ আটক ১

ডেস্ক রিপোর্ট / ১৯৬ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জে যৌথ অভিযানে ১৩ লাখ টাকার জিরাসহ আটক ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যৌথ অভিযানে ৭২ বস্তা ভারতীয় জিরাসহ আব্দুল মালেক বাবুল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোর রাতে উপজেলার কারেন্টের বাজারে অভিযান পরিচালনা করে জিরাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার পশ্চিম কাঁছিরগাতি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার এসআই মো. মতিয়ার রহমান ও আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. তরিকুল ইসলামের যৌথ নেতৃত্বে কারেন্টের বাজারে অভিযান পরিচালনা করে আটককৃত আসামির দোকানের পিছনের গোডাউন তল্লাশি করে ২ হাজার ১৬০ কেজি (৭২ বস্তা) ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার বাজার মূল্য ১৩ লক্ষ টাকা। এসময় আব্দুল মালেক বাবুল জব্দকৃত ভারতীয় জিরা আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নি।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাউসার আলম জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে ভারতীয় জিরা নিজ হেফাজতে রাখায় তার বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর