“তছির আলী”র শাশুড়ী ইন্তেকালে দিনার খান হাসু শোক
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য “তছির আলী”র শাশুড়ী ১১নং তেতলী ইউনিয়ন এর লালা বাজার, লালার গাও রাজি বাড়ীর বাসিন্দা “শেখ হাজেরা বেগম” গতকাল বৃহস্পতিবার রাত ১১:২৫ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজীউন।
উনার মৃত্যুতে গভীর শোক ও মরহুমার আত্মার মাগফিরাত কামণা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিসিকের সাবেক কাউন্সিলর ও বিএনপির সাবেক মহানগর সহসম্পাদক দিনার খান হাসু ।