বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

নগরপিতা কামরান

ডেস্ক রিপোর্ট / ১৯৪ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৯ জুন, ২০২০

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা, যোগাযোগের ঠিকানাঃ- সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১

নগরপিতা কামরান
 অজিত রায় ভজন

এই নগরের অলি-গলি, সবই তোমার জানা,
কোথায় আছে স্কুল ও কলেজ, কিংবা এতিমখানা।

কোন পাড়া-তে পরেশ থাকে, কোন পাড়া-তে রবি,
শেখ বাড়ি-টা কোন পাড়াতে? তোমার জানা সব-ই।

রহিমা’টার বাপ মরেছে, সেই যে কতো আগে,
আসলে কাছে সেই মেয়েটি, সে সব স্মৃতি জাগে।

এই শহরের পুরো ছবি, তোমার যেনো আঁকা,
তোমার মনের ঘরে সবই, খুব যতনে রাখা।

মজুমদারী-র লম্বা বাড়ি, কার ক’খানা ঘর,
রায়নগরের রায় বাড়ি-ও নয়তো তোমার পর।

সবই তোমার জানা আছে, আয়না যেনো বুকে,
রইতে মিশে এই নগরীর, কান্না-হাসি সুখে।

কিন্তু কেন হায়!
এসব কিছু পর করে আজ, চললে অজানায় ?
ঘুমিয়ে গেলে মহা ঘুমে, মানিক পীরের কাছে,
যে টিলাতে শান্ত হয়ে, মা জননী আছে।

 

সিলেটের চাকরির খবর / সৈয়দা তানিশা


এই বিভাগের আরো খবর