হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১
সিলেটের চাকরির খবর ডেস্ক :-“করোনার ছোবল”
গত ৩রা জুলাই ২০২০ শুক্রবার শুভ মুক্তি পেল নাটক “করোনার ছোবল”। নাটকটিরউদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র নাটকে অংশগ্রহণকারী অভিনয়শিল্পীবৃন্ধ ও কলাকৌশলীগণ। উদ্ভোদক ড. এডভোকেট শহীদুল ইসলাম নাটকটিপ্রদর্শন করে সংশ্লিষ্ট সকলের ভুয়সী প্রশংসা করে বলেন, এ ধরণের সমাজসচেতনমূলক নাটক সমাজের সচেতনতা বৃদ্ধিতে ও সমাজ পরিবর্তনে অনেকভূমিকা রাখে। নাটকের রচয়িতা ও পরিচালক মো: কবির খাঁন বলেন, এই ধরনেরনাটক পরিচালনা করতে পেরে আমি আনন্দিত।
ভবিষ্যতে এ ধরণের গুরুত্বপুর্ণস্কিপ্ট পেলে আমি আরো সুন্দর সুন্দর নাটক উপহার দিব। আশ্চর্য মিডিয়ারকর্ণধার ইমরান আহমদ পারভেজ বলেন, তিনি অনেক আশাবাদী সচেতন সমাজেরনাগরিকবৃন্ধ এ ধরণের নাটকে এগিয়ে আসবে এবং তিনি অনুরোধ করেছেনঅত্র নাটকটি সকলে দেখবেন এবং আশ্চর্য মিডিয়ার ইউটিউব চ্যানেলটিসকলকে সাবস্ক্রাইব করার জন্য। এতে অভিনয় করেন- কবির খাঁন, মিন্টু সিংহ,ইমরান আহমদ পারভেজ, দেবাশীষ ভট্রাচার্য টিংকু, আয়েশা বেগম, সালমাআলী, হাবিব উল্লাহ, সাইফুল আরেফিন লিমন, ডা. হাবিবুর রহমান ও এস এমশিহাব।
চিত্রগ্রাহক- মঈন উদ্দিন প্রযোজনা ও পরিবশেনায় আশ্চর্য মিডিয়া।কারিগরি সহযোগীতায়- এলিট ভিশন সার্বিক সহযোগীতায় ও স্যুটিংস্পট- পাবলিক কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, মির্জাজাঙ্গাল,
সিলেট। বিজ্ঞপ্তি
সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর
https://www.facebook.com/sylheterchakrirkhabar/videos/356711698541351/