মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

চাকরি দেবে মহানগর দায়রা জজ-এর কার্যালয়

ডেস্ক রিপোর্ট / ২৭৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ জুলাই, ২০২০
মিনিস্ট্রি অব ডিফেন্সে অসামরিক পদে চাকরি
মিনিস্ট্রি অব ডিফেন্সে অসামরিক পদে চাকরি

সিলেটের চাকরির খবর ডেস্ক :-চাকরি দেবে মহানগর দায়রা জজ-এর কার্যালয় চট্টগ্রাম।

মাননীয় মহানগর দায়রা জজ মহােদয়ের প্রশাসনিক আদেশ মােতাবেক নিম্নবর্ণিত শূন্য পদ পূরণ করার নিমিত্ত নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

১। প্রার্থীকে চেয়ারম্যান, নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত মহানগর দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম।
বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র (ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) স্থায়ী। ঠিকানা, (ঙ) বর্তমান ঠিকানা, (চ) নিজ জেলা, (ছ) জন্ম তারিখ, (জ) প্রার্থীর বয়স (ঝ) জাতীয়তা, (ঞ)
জাতীয় পরিচয়পত্র নম্বর, (ট) ধর্ম, (ঠ) শিক্ষাগত যােগ্যতা, (ড) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

২। ১৬/০৮/২০২০ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার সন্তান।
হলে তার বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযােগ্য নয়।

৩। আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
(ক) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি । রঙ্গিন ছবি। (খ) শিক্ষাগত যােগ্যতার প্রমাণস্বরূপ সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (গ) প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। (ঘ) প্রার্থীর স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র/কমিশনার প্রদত্ত জাতীয়তা সনদপত্রের সত্যায়িত ফটোকপি। (ঙ) মুক্তিযােদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতামাতার মুক্তিযােদ্ধা সংক্রান্ত সনদের সত্যায়িত ফটোকপি। (চ) প্রার্থীর বয়স প্রমাণের জন্য যথাযথ সনদপত্র/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে । (ছ) বৈধ ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি। (জ) চেয়ারম্যান, বাছাই কমিটি ও অতিরিক্ত মহানগর দায়রা জজ, ১ম আদালত, চট্টগ্রাম এর অনুকূলে ১০০/টাকার পােস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে।
(ঝ) নিয়ােগ প্রক্রিয়ায় পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য যােগ্যতা নিরূপণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা প্রযােজ্য হবে।

৪। চাকুরীরত প্রার্থীকে স্বীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে ।

৫। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদেরকে শিক্ষাগত | যােগ্যতা ও অন্যান্য সনদের মূলকপি প্রদর্শন করতে হবে।

৬। আবেদনপত্রের খামের উপর স্পষ্টাক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে ।

৭। ৯.৫ ইঞ্চি ? ৪.৫ ইঞ্চি সাইজের অপর একটি খামের প্রাপক অংশে প্রার্থীর ডাক ঠিকানা লিপিবদ্ধ করে ১২/। টাকার অব্যবহৃত ডাক টিকেট আঠা দ্বারা সংযুক্ত করে খামটি (ফেরত খাম) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে দিতে হবে।

৮। বাছাইয়ের পর বৈধ প্রার্থীর প্রতি পরীক্ষার তারিখ, সময় ও স্থান সম্বলিত প্রবেশপত্র রেজিস্ট্রার্ড ডাকযােগে প্রেরণ করা হবে ।

৯। সরকার কর্তৃক জারীকৃত বিধি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে।

১০। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য
হবে ।

১১। নিয়ােগ পরীক্ষায় উপস্থিতির জন্য কোন দৈনিক ভাতা/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।

১২। কর্তৃপক্ষ পদ সংখ্যা হাসীবৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে।

মােহাম্মদ আবু হান্নান
অতিরিক্ত মহানগর দায়রা জজ, ১ম আদালত
চেয়ারম্যান
নিয়ােগ সংক্রান্ত বাছাই কমিটি, চট্টগ্রাম ।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন

চাকরির খবর

সুত্র: সমকাল ১৮-০৭-২০ইং

সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর

সতর্কীকরণ নােটিশ

সিলেটের চাকরির খবর প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলাে অত্যন্ত সতর্কতার সহিত ভাল করে খোঁজ খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যােগাযােগ করুন। কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হলাে। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্থ হলে সিলেটের চাকরির খবর দায়ী থাকিবে না।

সম্পাদক

হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের

জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।

যোগাযোগের ঠিকানা

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১


এই বিভাগের আরো খবর