তানজিনা আক্তার
এই পৃথিবীর আলো আর ছায়ায়
উঠেছি বেড়ে মমতা আর মায়ায়
ভাবি নি কখনো ব্যথা আর বেদনায়
কাটবে যেদিন সব হয়ে অসহায়।
সবাইকে যে হার মানালো দানব করোনা নাই
করোনারি কঠিন ছোঁয়ায় ভয়ে ভয়ে থাকে
মানবজাতির হয়েও হারাই মানবতাকে
হেসে খেলে দিনে রাতে করে গেছি পাপ।
দয়া মায়া করে যদি তিনি করে মাপ
দুনিয়ারি লাভের লোভে হয়েছি মশগুল
জানিনা তো হাত তুললেই করবে কি কবুল
খোদা তুমি রহম করো মাফ করে দাও ভুল
কাতর হয়ে সবাই যদি তুলি দুটি হাত।
খোদার কাছে মোরা সবাই করি মোনাজাত।
সৈয়দা তানিশা / সিলেটের চাকরির খবর
হারানো বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি, আইনগত বিজ্ঞপ্তি, নিলাম বিজ্ঞপ্তি, এফিডেভিট, শুভেচ্ছা অভিনন্দন সহ আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপনের
জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, প্রচারে প্রসার প্রচারের জন্য আমরা ।
যোগাযোগের ঠিকানা
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
মোবাইলঃ ০১৭১২-০৪৫৩৯১