বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জঙ্গিদের হাতে জিম্মি কয়েকশো যাত্রী

ডেস্ক রিপোর্ট / ৭৬ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
পাকিস্তানে ট্রেন হাইজ্যাক: জঙ্গিদের হাতে জিম্মি কয়েকশো যাত্রী

পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বোলান এলাকায় এ ঘটনা ঘটে।

দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি জানিয়েছে, কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালানো হয়েছে। হামলার আগে রেললাইনে বোমা পুঁতে রাখা হয়েছিল।

আহত ও নিরাপত্তা ব্যবস্থাপুলিশ জানিয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র ডনকে জানিয়েছেন, ট্রেনে ব্যাপক গুলি চালানো হয়েছে। বিএলএ দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাসহ অনেক যাত্রীকে জিম্মি করেছে এবং তাদের উদ্ধারের কোনো চেষ্টা করা হলে ‘ভয়াবহ পরিণতি’ হবে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নওয়াজ হামলার নিন্দা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রাদেশিক সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

রেলওয়ের কন্ট্রোলার মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে নয়টি বগি রয়েছে এবং প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। সশস্ত্র হামলাকারীরা ট্রেনটিকে টানেল নম্বর ৮-এ থামিয়েছে। এলাকাটি পার্বত্য হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

সরকার সিবি হাসপাতালসহ জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রেখেছে। কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত হাসপাতালে যোগ দিতে বলা হয়েছে।

সরকার জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। এখনো হতাহতের সংখ্যা নিয়ে সরকারি ঘোষণা আসেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, নিরীহ যাত্রীদের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

২০২৪ সালের নভেম্বরে কোয়েটার একটি রেলস্টেশনে আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৬২ জন আহত হন। সাম্প্রতিক এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর