শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট / ৩৪৪ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৩ জুন, ২০২০

সিলেটের চাকরির খবর ডেস্ক:- সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ২৫তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ২৫তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি

ক্যাটাগরির নাম: কার্ডিওলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, গ্যাস্ট্রোয়েন্টারোলজি, ইনটেনসিভিস্ট, নিউক্লিয়ার মেডিসিন, মেডিক্যাল অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট, ইন্টারনাল মেডিসিন, এন্ডোক্রাইনোলজি, নিউরো সার্জন।

শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি/সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত হতে হবে।

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, নারী ৫ ফুট ২ ইঞ্চি
ওজন: পুরুষ ৫৯ কেজি, নারী ৪৯ কেজি
বুক: পুরুষ স্বাভাবিক ৩০ প্রসারণ ৩২, নারী স্বাভাবিক ২৮ প্রসারণ ৩০

নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বয়স: ১০ জুলাই, ২০২০ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ইউক্যাশ, ভিসা বা মাস্টার কার্ড, বিকাশ ও রকেটের মাধ্যমে আবেদন ফি বাবদ ১,০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা: ৪ জুলাই, ২০২০।

মৌখিক পরীক্ষা: ৬ জুলাই, ২০২০।

স্থান: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ / সিলেটের চাকরির খবর


এই বিভাগের আরো খবর