বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ-এর নিম্নোক্ত পদগুলো পূরণের নিমিত্ত বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের
নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রয়োজনীয় নির্দেশনাবলী:
আগ্রহী প্রার্থীদের ১০.০৩.২০২৪ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারী যে পদের জন্য আবেদন করতে চায় সে অনুযায়ী jobs.bsmru.ac.bd
ওয়েবসাইটে প্রবেশ করে পদ সংশ্লিষ্ট Click here to apply এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে Apply বাটন ক্লিক করলে ইমেইল/এসএমএস এর
মাধ্যমে প্রয়োজনীয় User ID, Password এবং Application link পাবেন।
উক্ত Application link ক্লিক করে প্রাপ্ত ID এবং Password এর মাধ্যমে Login করে
প্রয়োজনীয় সকল তথ্য আপলোড করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ ইমেইল/এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে
জানানো হবে। এ সকল পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
সাক্ষাৎকারের সময় সকল মূল সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ঢাকাস্থ রেস্ট হাউজ: বাড়ি ২২, ফ্ল্যাট ৪বি, সড়ক ১, ধানমণ্ডি, ঢাকা ১২০৯, বাংলাদেশ
ফোন: +৮৮ ০২ ৪৪৬১২৬২৮
ই-মেইল: [email protected] www.bsmru.ac.bd
রেজিস্ট্রার
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৮ফেব্রুয়ারী ২০২৪ইং