অনেক সময় পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠে। সেখানে ব্যতিক্রমী এই উদাহরণ সৃষ্টি করেছেন ডিএমপির পুলিশ কনস্টেবল রিয়াদ। তিনি দেখিয়েছেন কৌশল ও সংবেদনশীলতা দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। আর তার এই অনন্য দৃষ্টান্তের স্বীকৃতি হিসেবে পেলেন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)।
জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সচিবালয়ের সামনে একটি আন্দোলন চলছিল। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ দেখা দেয়। এমন সময় উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে ব্যাটন বা বলপ্রয়োগ না করে কনস্টেবল রিয়াদ অভিনব কৌশল নেন। তিনি লাঠি হাতে থাকলেও কাউকে আঘাত করেননি—বরং লাঠির আঘাত করেন রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে। যেন বুঝিয়ে দিচ্ছিলেন, “দয়া করে চলে যান, আমি বাধ্য, কিন্তু আমি আপনাদের সম্মান করি।”
এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষ রিয়াদের প্রশংসায় ভাসিয়ে দেন। অনেকেই বলেন—এমন মানবিক পুলিশই চায় সমাজ।
এবার রিয়াদের সেই মানবিক এবং বুদ্ধিদীপ্ত ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমদ গত ২৭ মার্চ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব ও বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে কনস্টেবল রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।
উল্লেখ্য, বর্তমানে রিয়াদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আছেন।