বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

১৩ দিনের বৃষ্টি বলয়ের ভেতরে থাকবে সারাদেশ

ডেস্ক রিপোর্ট / ৭১ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
১৩ দিনের বৃষ্টি বলয়ের ভেতরে থাকবে সারাদেশ

দেশের আবহাওয়া পরিস্থিতি বর্তমানে মাঝারি থেকে শক্তিশালী এক বৃষ্টিবলয়ের আওতায় রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১০ এপ্রিল থেকে শুরু হয়ে এই বৃষ্টিবলয়ের প্রভাব চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত—মোট ১৩ দিন।

এই সময়ে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হবে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে, আর খুলনা ও বরিশালের কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক কম থাকবে।

বিডব্লিউওটি জানায়, এটি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয়। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হাওয়া হতে পারে। হঠাৎ আকাশে কালো মেঘ, প্রবল হাওয়া, এরপর ঝুম বৃষ্টি—এই রকম হঠাৎ করে বৃষ্টির ঘটনাই বেশি ঘটবে।

আবহাওয়ার এই বৃষ্টিপ্রবণ অবস্থায় দেশের আকাশ অনেকাংশেই মেঘলা থাকবে। সেচনির্ভর কৃষি এলাকায় বৃষ্টির এই ধারা কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

ঢাকায় ৫০-৭০ মিমি, সিলেটে ৯০-১৩০ মিমি, রংপুরে ৬০-৯০ মিমি, রাজশাহীতে ৩০-৪৫ মিমি, ময়মনসিংহে ৫০-৭০ মিমি, খুলনায় ২০-৩০ মিমি এবং বরিশালে ২০-৩৫ মিমি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া কিছু কিছু জায়গায়—বিশেষ করে বরিশাল, খুলনা ও রাজশাহীতে—মৃদু তাপপ্রবাহ চলমান থাকতে পারে। পাশাপাশি বৃষ্টিবলয়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সামান্য উত্তাল অবস্থাও বিরাজ করতে পারে বলে জানিয়েছে বিডব্লিউওটি।


এই বিভাগের আরো খবর