সুনামগঞ্জের মধ্যনগরে বড়ই গাছ থেকে মিস্টার নুর (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিপুর গ্রামে বাসিন্ধা বাবুল মিয়ার পুত্র।
মঙ্গলবার সকালে উপজেলার কাদিপুর গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুর পার্শ্ববর্তী একটি গ্রামে কৃষিকাজ করতেন। সকালে প্রতিবেশী আবু তাহেরর বড়ই গাছে ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফুয়াদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যনগন থানার এসআই বিকাশ তালুকদার জানান,আমরা খবর পেয়ে ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপালে মর্গে পাটানো হচ্ছে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।